চট্টগ্রাম, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ , ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটকে বিদায় জানালেন অদ্ভুত অ্যাকশনের পাকিস্তানি পেসার

প্রকাশ: ৭ মার্চ, ২০২৩ ১২:৫৩ : অপরাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের পেস বোলার সোহেল তানভীর। ক্যারিয়ারের শুরুর দিকে অদ্ভুত অ্যাকশনের জন্য বেশ আলোচনায় ছিলেন এই পেসার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান বিশ্বকাপজয়ী এই পেসার।

২০১৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা সোহেল তানভীর তার ক্যারিয়ারের ১০০টিরও বেশি আন্তর্জাতিক উইকেট শিকার করেছেন। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা তানভীর ঘরোয়া ক্রিকেটেও নজরকাড়ার মতো দুর্দান্ত পারফরম্যান্স করতে ব্যর্থ হন।

 

টুইটারে নিজের অবসরের ঘোষণা দিয়ে এই পাকিস্তানি পেসার লিখেন, ‘আমি ক্রিকেটের সব ধরনের আন্তর্জাতিক ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। তবে ঘরোয়া ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি লিগের হয়ে খেলা চালিয়ে যাব। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ আমাকে দেশের হয়ে খেলার সুযোগ করে দেয়ার জন্য।’

পাকিস্তানের জার্সিতে দুটি টেস্ট, ৬২টি ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সোহেল তানভীর। দুই টেস্ট ম্যাচে পাঁচটি উইকেট নিয়েছেন পাকিস্তানের এই পেসার। ৬২টি ওয়ানডেতে তার শিকার ৭১ উইকেট আর ৫৭ টি-টোয়েন্টিতে তানভীর শিকার করেন ৫৪ উইকেট।

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF