চট্টগ্রাম, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপিকে নির্বাচনে আনতে কোনো ব্যাকডোর আলোচনা নয়: ওবায়দুল কাদের

প্রকাশ: ৬ মার্চ, ২০২৩ ৩:৫১ : অপরাহ্ণ

আওয়ামী লীগ প্রকাশ্যে আলোচনায় বিশ্বাসী। বিএনপিকে নির্বাচনে আনতে কোনো ব্যাকডোর আলোচনা হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, প্রয়োজনে মির্জা ফখরুল ইসলামকে সরাসরি ফোন করা হবে। তবে এখন পর্যন্ত আলোচনার কোনো প্রয়োজন ও পরিস্থিতি নেই।

বিএনপির আন্দোলন মানে আগুন সন্ত্রাস উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের জানমাল রক্ষায় ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগকে মাঠে থাকতেই হবে। বিএনপির নেতাকর্মীরা কথা বললেই সরকার মামলা দেয়, তাদের এমন অভিযোগের কোনো প্রমাণ নেই।

এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, সারা বিশ্বে পণ্যের দাম বেড়েছে। সরকার বেশি দামে পণ্য কিনে কমদামে বিক্রি করছে। এরপরও পণ্যের দাম বেশি। পরিস্থিতি সামাল দিতে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

Print Friendly and PDF