চট্টগ্রাম, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ , ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

‘কয়েকদিন পর চুলায় আগুন লাগলেও সরকারকে দায়ী করবে বিএনপি’

প্রকাশ: ৬ মার্চ, ২০২৩ ২:৫৪ : অপরাহ্ণ

সায়েন্স ল্যাব ও সীতাকুণ্ডের ঘটনা হলো দুর্ঘটনা। এর জন্যও বিএনপি সরকারকে দায়ী করছে। এতে মনে হচ্ছে কয়েকদিন পর চুলায় আগুন লাগলেও সরকারকে দায়ী করবে বিএনপি। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৬ মার্চ) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, পঞ্চগড়ে যে ঘটনা ঘটেছে এবং যারা হামলা করেছে তাদের বেশিরভাগই বিএনপি জামায়াতের সমর্থক। পুরো দেশে নানানভাবে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে সরকার বলেও মন্তব্য করেন তথ্য মন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, সায়েন্স ল্যাব ও সীতাকুণ্ডের ঘটনা, এগুলো হলো দুর্ঘটনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য শুনে মনে হচ্ছে, কারো চুলায় আগুন লাগলেও কয়েকদিন উনি বলবেন, এর জন্য সরকার দায়ী। কিন্তু বিষয়টি তো তা নয়। এগুলো দুর্ঘটনা। তবে এসব দুর্ঘটনা অবশ্যই অনভিপ্রেত, দুঃখজনক। এসব দুর্ঘটনার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সরকার বদ্ধপরিকর।

Print Friendly and PDF