চট্টগ্রাম, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

৪ দিনের সফরে আজ কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ৪ মার্চ, ২০২৩ ১০:৫৫ : পূর্বাহ্ণ

স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে আজ কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৪ মার্চ) বেলা ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের বহনকারী বিমান।

 

সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। বৈঠকের কথা রয়েছে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির সাথেও। আলোচনায় গুরুত্ব পাবে জ্বালানি খাতে সহযোগীতাসহ দ্বিপক্ষীয় নানা ইস্যু।

 

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

৮ মার্চ ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছে এবং এটি স্বল্পোন্নত সম্মেলনে বাংলাদেশের শেষ অংশগ্রহণ বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি মহাপরিচালক সেহেলি সাবরিন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

 

বাংলাদেশ ২০২১–এর নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয় বলে তিনি জানান।

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF