প্রকাশ: ৩ মার্চ, ২০২৩ ২:৪২ : অপরাহ্ণ
প্রথম ওয়ানডের সেঞ্চুরিয়ান ডেভিড মালান আজ মাত্র ১১ রানেই সাজ ঘরে ফিরেন। এতে অবশ্য থেমে নেই ইংল্যান্ডের রানের চাকা। কারণ আজ যে দলের দায়িত্ব নিয়েছেন জেসন রয়। তার ব্যাটে উড়ছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান।
মাত্র ১০৪ বল খরচায় ক্যারিয়ারের ১২তম শতরান পূর্ণ করলেন রয়। ইংলিশ এ মারকুটে ওপেনার তার ইনিংসটিতে এখন পর্যন্ত বাউন্ডারি মেরেছেন ১৩টি ও ছক্কা হাঁকিয়েছেন একটি।
শুক্রবার (০৩ মার্চ) মিরপুর শের-ই বাংলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। তাসকিনের করা অফ স্ট্যাম্পের বল সল্টের ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে ক্যাচ উঠলে সেই ক্যাচ দারুণভাবে তালুবন্দি করেন শান্ত।
এরপর প্রথম ম্যাচের জয়ের নায়ক মালানকে নিয়ে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান রয়। তবে আগের মালানকে আজ বেশি দূর যেতে দিলেন না মিরাজ। বোলিংয়ে এসে নিজের তৃতীয় ডেলিভারিতেই মালানকে তুলে নেন টাইগার এ অফ স্পিনার।
২১তম ওভারে ভিন্সকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন তাইজুল। ১৬ বলে ৫ রান করে ফেরেন ভিন্স। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পরও রানের চাকা সচল রেখেছে ইংলিশ ব্যাটাররা। তাদের কাজটা আরও সহজ করেছে বাংলাদেশি বোলারদের নির্বিশ বোলিং ও বাজে ফিল্ডিং।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিলিপ সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (উইকেটকিপার), উইল জ্যাকস, মঈন আলী, স্যাম কারান, আদিল রশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড।
সূত্র – চ্যানেল২৪