চট্টগ্রাম, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া : পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশ: ২ মার্চ, ২০২৩ ১০:৩৭ : অপরাহ্ণ

রোমানিয়া ১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

 

জানা গেছে, রোমানিয়ার একটি কনস্যুলার প্রতিনিধিদল আগামী ৫ মার্চ ঢাকায় এসে সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। এসময় দেশটি ১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে।

 

আরও জানা যায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য অনুরোধ করে একটি চিঠি পাঠান। তারই পরিপ্রেক্ষিতে রোমানিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনার আগ্রহ প্রকাশ করে।

 

উল্লেখ্য, গেল বছর রোমানিয়া থেকে একটি কনস্যুলার প্রতিনিধিদল ঢাকায় তিন মাস অবস্থান করে প্রায় ৫ হাজার ৪০০ ভিসা দেয়। ওই মিশন সফলভাবে পরিচালিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর ফের একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্যে অনুরোধ করেন।

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF