চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপজয়ী সতীর্থদের স্বর্ণের আইফোন উপহার দিলেন মেসি

প্রকাশ: ২ মার্চ, ২০২৩ ৩:৪২ : অপরাহ্ণ

বিশ্বকাপজয়ী সতীর্থদের বিশেষ পুরস্কার দিচ্ছেন লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী দলের সকল ফুটবলার ও স্টাফ মিলিয়ে মোট ৩৫ সদস্যের জন্য ২৪ ক্যারেটের স্বর্ণে মোড়ানো আইফোন অর্ডার করেছেন মেসি। এরই মধ্যে আইফোনগুলোর ছবি প্রকাশ করেছে ডিজাইনকারী সংস্থা আইডিজাইন।

 

আন্তর্জাতিক গণমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, স্বর্ণ দিয়ে তৈরি এসব আইফোনের পেছনে মেসির খরচ হবে এক লাখ ৭৫ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা। প্রকাশিত আইফোনগুলোর ছবিতে দেখা যায়, স্বর্ণে মোড়ানো মুঠোফোনগুলোর পেছনে তিনটি তারকা, আর্জেন্টিনা ফুটবল দলের লোগো, খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর খোদাই করা হয়েছে।

দ্য সানের প্রতিবেদনে আরও বলা হয়, মেসি বিশ্বকাপ জয় উদযাপন করতে ব্যতিক্রম কিছু করতে চেয়েছিলেন। আইডিজাইন গোল্ডের সিইও বেন বলেন, মেসি আইডিজাইন গোল্ডের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের একজন। তিনি বিশ্বকাপ ফাইনালের কয়েক মাস পর আমাদের সঙ্গে যোগাযোগ করেন কিভাবে সহকর্মীদের জন্য একটি বিশেষ উপহার দেয়া যায়। আমরা তাকে স্বর্ণের আইফোনের পরামর্শ দিয়েছিলাম। তিনি এই বিষয়টি পছন্দ করেন।

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF