চট্টগ্রাম, শনিবার, ২৫ মার্চ ২০২৩ , ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কাতার সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২ মার্চ, ২০২৩ ৪:২১ : অপরাহ্ণ

স্বল্পোন্নত দেশগুলোকে নিয়ে আয়োজিত পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্বে (এলডিসি-৫) যোগ দি‌তে কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২ ম‌ার্চ) পররাষ্ট্র মন্ত্রণাল‌য় আয়ো‌জিত এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ‌্য জানা‌নো হয়।

 

মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন জানান, আগামী ৫ থেকে ৯ মার্চ কাতারের দোহায় স্বল্পোন্নত দেশসমূহ সংক্রান্ত ৫ম জাতিসংঘ সম্মেলনের (এল‌ডি‌সি-৫) দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।

বৈঠকে কাতারের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি জ্বালা‌নিখা‌তে সহ‌যো‌গিতার বিষয়‌টি তুলে ধরবে ঢাকা।

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF