প্রকাশ: ১ মার্চ, ২০২৩ ২:৩৪ : অপরাহ্ণ
সদ্য সমাপ্ত মাসে আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম ২ শতাংশ কমেছে। মাসিক ভিত্তিতে গত ৫ মাসের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দর শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১৫ দশমিক ০২ ডলারে।
ব্রাজিলে এবার রেকর্ড সয়াবিন উৎপন্ন হয়েছে। ইতোমধ্যে তা আন্তর্জাতিক বাজারে ঢুকতে শুরু করেছে। ফলে তেলবীজটির দামও নিম্নমুখী ধারায় রয়েছে।
সূত্র – চ্যানেল২৪