চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সুধী সমাবেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৪০ : অপরাহ্ণ

কিশোরগঞ্জের হাওর উপজেলার মিঠামইনে আওয়ামী লীগের সুধী সমাবেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে সমাবেশে পৌঁছান তিনি।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় সেনানিবাস উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। পরে দুপুরে প্রধানমন্ত্রী মিঠামইনের কামালপুরে রাষ্ট্রপতির বাড়িতে যান। সেখানে দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকেল ৩টায় আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন তিনি।

গতকাল সোমবার বিকেল থেকেই সুধী সমাবেশস্থলে আসতে থাকে দলীয় নেতাকর্মীরা। সকাল থেকেই মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে মানুষের ঢল নামে। প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে কিশোরগঞ্জের ১৩ উপজেলাসহ আশপাশের সব জেলা থেকে এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। নৌকা, লঞ্চ, মোটরসাইকেল, বাস, পিকাপ লেগুনাসহ বিভিন্ন যানবাহনে করে এখনও জনসভায় আসছেন অনেকে।

Print Friendly and PDF