চট্টগ্রাম, বুধবার, ২৯ মার্চ ২০২৩ , ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দেশকে এগিয়ে নিতে নৌকায় ভোট দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৪০ : অপরাহ্ণ

দেশকে এগিয়ে নিতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, একমাত্র নৌকা হলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মিঠামইন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীকে মঞ্চে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সমাবেশে অংশ নেয়া লাখো মানুষ। এসময় তারা নানা স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এর আগে দুপুর ১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল হক নূরুর সভাপতিত্বে সুধী সমাবেশ শুরু হয়। কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন, পিছিয়ে পড়া হাওরে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে। এজন্য হাওরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি।

Print Friendly and PDF