প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১৯ : পূর্বাহ্ণ
নতুন ক্লাব, নতুন পরিবেশ, নতুন সতীর্থ, নতুন দেশ এবং নতুন মহাদেশ। এসব কিছুর সঙ্গে মানিয়ে নিতে খানিকটা সময় তো লাগবেই। সৌদি আরবের ক্লাস আল নাসরে যোগ দেয়ার পর খানিকটা সময় নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। ক্লাবটির হয়ে প্রথম দুই ম্যাচ রাঙাতে পারেননি তিনি। তাতেই পর্তুগিজ মহাতারকাকে নিয়ে শুরু হয় সমালোচনা।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৮ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৪৩। দুইয়ে নেমে যাওয়া আল হত্তিহাদের পয়েন্ট ৪১, তিনে থাকা আল শাবাবের ৪০। আর ২২ পয়েন্ট নিয়ে সাতেই রয়ে গেছে দামাক।
সূত্র – চ্যানেল২৪