চট্টগ্রাম, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদোর হ্যাটট্রিকে শীর্ষে ফিরল আল নাসর

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১৯ : পূর্বাহ্ণ

নতুন ক্লাব, নতুন পরিবেশ, নতুন সতীর্থ, নতুন দেশ এবং নতুন মহাদেশ। এসব কিছুর সঙ্গে মানিয়ে নিতে খানিকটা সময় তো লাগবেই। সৌদি আরবের ক্লাস আল নাসরে যোগ দেয়ার পর খানিকটা সময় নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। ক্লাবটির হয়ে প্রথম দুই ম্যাচ রাঙাতে পারেননি তিনি। তাতেই পর্তুগিজ মহাতারকাকে নিয়ে শুরু হয় সমালোচনা।

 

সব সমালোচনার জবাব দিলেন নিজের পারফরম্যান্স দিয়ে। প্রথম দুই ম্যাচে গোল না পাওয়া রোনালদো নিন্দুকদের মুখে কুলুপ এঁটে দিলেন পরের চার ম্যাচে ৮ গোল করে।
আল ওয়েহদার পর শনিবার (২৫ ফেব্রুয়ারি) দামাকের বিপক্ষেও হ্যাটট্রিক করলেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড; তাও আবার প্রথমার্ধে মাত্র ২৬ মিনিটের ব্যবধানে। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর গোল না হওয়ায় আল নাসরের হয়ে রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিকেই দামাককে ৩–০ ব্যবধানে হারিয়েছে তার ক্লাব। সেই সঙ্গে চলতি সৌদি প্রো লিগের শীর্ষে ফিরেছে ক্লাবটি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৮ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৪৩। দুইয়ে নেমে যাওয়া আল হত্তিহাদের পয়েন্ট ৪১, তিনে থাকা আল শাবাবের ৪০। আর ২২ পয়েন্ট নিয়ে সাতেই রয়ে গেছে দামাক।

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF