প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৪২ : অপরাহ্ণ
এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ হিসাবে একদিনে শ্রীমঙ্গলে তাপমাত্রা কমেছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল কুড়িগ্রামের রাজারহাটে, সেখানে আজ তা কমে হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোর ও চট্টগ্রামের সন্দ্বীপে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।