চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাষ্ট এর ২৬তম ৪দিন ব্যাপি আজিমুশশান প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১:০৫ : অপরাহ্ণ

দারুল ইহসান ইসলামিক স্টোর ট্রাষ্ট এর ২৬তম ৪দিন ব্যাপি আজিমুশশান প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন ও ইছালে সওয়াব মাহফিল এর ১ম দিবস শেষে ২য় দিবস চলছে আজ। সাতকানিয়ার কাঞ্চনায় এ মাহফিল চলবে ২৫ ফেব্রæয়ারী পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা হতে শুরু হয় এ মাহফিল। দারুল ইহসান মহিলা মাদ্রাসা ময়দানে এ মাহফিল এর আয়োজন করা হয়। মাহফিলের ২য় দিবসে অধ্যাপক মনছুর আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ জেলা আওয়ামীলীগ এর প্রচার সম্পাদক আলহাজ¦ নুরুল আবছার চৌধুরী।বিশেষ অতিথি থাকবেন আলহাজ¦ মো: ইলিয়াছ,শফিউল আজম প্রমুখ।

বাদে জোহর এর অধিবেশনে ছদওে মাহফিল হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ কাঞ্চনা উচ্চবিদ্যারয়ের প্রতিষ্ঠাতা আলহাজ¦ আব্দুল মাবুদ চৌধুরী।প্রধান অতিথি থাকবেন সাতকানিয়া পৌরসভার মেয়র মো: জোবায়ের।বিশেষ অতিথি থাকবেন মোখলেছ উদ্দীন জাকের,মো: ছালাম প্রমুখ।

বাদে আসর ছদরে মাহফিল হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মোজাম্মেল হক। প্রধান অতিথি থাকবেন ডা: আহসানুল হক চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন আলিমুর রাজী রাসেল,মুহাম্মদ ফজলুল আজিম কাদেরী প্রমুখ।

বাদে মাগরিব ছদরে মাহফিল হিসেবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার আলহাজ। আবু জাফর চৌধুরী। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান। বাদে এশা ছদরে মাহফিল হাজী ইউনুছ। প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার ফরিদুল আলম হোসাইনী।বিশেষ অতিথি পানি উন্নয়ন বোর্ড এর প্রেকৌশলী জিয়া উদ্দিন আরিফসহ অন্যান্যরা।প্রধান ওয়ায়েজ চবি আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা নিজামুদ্দিন। ওয়ায়েজ মাওলানা শাহ আলম চুনতি। মুনাজাত করবেন আলহাজ্ব শাহ মাওলানা মোজহেরুল কাদের ফারুকী, খলিফা দরবাওে ফারুকী লন্ডন ও অধ্যক্ষ মজিদিয়া মাদ্রাসা চরতি।

তৃতীয় দিবসের শুরতে ছদরে মাহফিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যন এম এ মোতালেব সি আইপি।বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন সালাহ উদ্দীন, কাঞ্চনা ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলী প্রমুখ।

বাদে আসর ছদরে মাহফিল হিসেবে উপস্থিত থাকবেন ন্যাশানাল এনভায়রণমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন, চ্যানেল কর্ণফুলী ও সিটিজি টাইমস এর মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল আজিজ। প্রধান অতিথি থাকবেন বাশার গ্রুপ এর চেয়ারম্যান আবুল বশর আবু। বিশেষ অতিথি থাকবেন মো: সাদেক,আব্দুল হালিম সওদাগর প্রমুখ।

বাদে মাগরিব প্রধান অতিথি থাকবেন অধ্যাপক ডা: এম এ কাদের। বাদে এশা ছদরে মাহফিল ড. আবুল আ’লা মু.হোছামুদ্দিন। প্রধান অতিথি মা ও শিশু হাসপাতালের অধ্যাপক ডা: আ ন ম মিনহাজুর রহমান। ওয়ায়েজ,অধ্যাপক ড. গিয়াস উদ্দীন তালুকদার প্রমুখ।

চতুর্থ দিবসে ছদওে মাহফিল আলহাজ বদিউল আলম চৌধুরী। প্রধান অতিথি জনপ্রশাস মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আহমদ সিদ্দিকী। বাদে জোহর, ছদরে মাহফিল আলহাজ¦ আবু জাফর কাদেরী,প্রধান অতিথি রায়হান মুহাম্মদ কাদেরী। বাদে আসর ছদরে মাহফিল প্রফেসর ড. মুহাম্মদ আলী। প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মু.মুজাম্মেল হক। প্রধান মেহমান আবু সুফিয়ান সিদ্দিক, এড. হাইকোর্র্ট।

বাদে মাগরিব ছদরে মাহফিল,পীর আলহাজ¦ শাহ মাওলানা মঈন উদ্দিন। প্রধান অতিথি ড. মু. আহসান উল্লাহ। বাদে এশা সভাপতিত্ব করবেন আলহাজ¦ ইছহাক চৌধুরী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. আবু রেজা মুহাম্মদ নদভী এমপি।বিশেষ অতিথি হাফেজ মাওলানা এমদাদুল হক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Print Friendly and PDF