চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

এমবাপ্পেকে ঘিরে দল গোছানোর পরিকল্পনা করছে পিএসজি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১৬ : পূর্বাহ্ণ

কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে নতুন মৌসুমে ঘর গোছানোর পরিকল্পনা করছে পিএসজি। ফরাসি এই ফরোয়ার্ডের ক্ষিপ্র গতির ফুটবলের কাছে প্রতিপক্ষের আতঙ্ক হয়ে উঠছেন তিনি। তাই এমবাপ্পেকে ঘিরে নতুন পরিকল্পনার গুঞ্জনে ভারি হচ্ছে বাতাস। সেক্ষেত্রে মেসি-নেইমারের ঠিকানা হতে পারে অন্য কোনো ক্লাব। ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা।

মেসি-এমবাপ্পে-নেইমার এই ত্রয়ীতে আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন বুনেছিল পিএসজি সমর্থকরা। তবে বিষয়টি অনেকটা বাংলা প্রবাদ অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার মতোই দাঁড়িয়েছে। গত আসরে ব্যর্থতার পর এবারও স্বপ্নভঙ্গের দ্বারপ্রান্তে প্যারিসের ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে বায়ার্নের কাছে হেরেছে তারা।

এরপর থেকেই প্যারিসের বাতাসে ভেসে বেড়াচ্ছে গুঞ্জন। ফ্রান্সের গণমাধ্যমে উঠে আসছে মেসি-নেইমারকে ছেড়ে দেয়ার খবর। আরএমসি স্পোর্টসের বরাত দিয়ে তেমনটাই জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা। নতুন মৌসুমে এমবাপ্পেকে ঘিরে দল গোছানোর পরিকল্পনা করছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস।

ধারাবাহিকভাবে নিজের জাত চিনিয়ে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। ক্ষিপ্র গতির ফুটবলে প্রতিপক্ষের ত্রাসে পরিণত হয়েছেন তিনি। টক্কর দিচ্ছেন বিশ্বসেরা মেসি-রোনালদোদের সাথেও।

কাতার বিশ্বকাপ চলাকালে চাউর হয়েছিল মেসির সাথে পিএসজির চুক্তির খবর। চলতি বছরের জুনে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এলএমটেনের। তবে দু’পক্ষই চুক্তি নবায়নের বিষয়ে প্রথম দফার আলোচনায় ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রে থিতু হওয়ার পাশাপাশি পুরনো ক্লাব বার্সেলোনায় প্রত্যাবর্তনের গুঞ্জনের ডাল-পালাও বাড়ছে বেশ।

হৈচৈ ফেলে রেকর্ড ট্রান্সফার ফিতে প্যারিসের ক্লাবে যোগ দেন নেইমার। তবে যতো দিন যাচ্ছে ততই যেনো গুরুত্ব কমছে এই ব্রাজিলিয়ানের। এর আগে তাকে ছেড়ে দেয়ার খবর শোনা গেলেও কোনো ক্লাব আগ্রহ না দেখানোয় থেকে যেতে হয়েছিল তাকে। তবে আগামী গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে নেইমারকে ছেড়ে দিতে চায় পিএসজি।

Print Friendly and PDF