চট্টগ্রাম, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাষা ও সংস্কৃতি কেড়ে নিতে চেয়েছিল যারা, তাদের পৃষ্ঠপোষক বিএনপি: তথ্যমন্ত্রী

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১০ : অপরাহ্ণ

যারা আমাদের ভাষা ও সংস্কৃতিকে কেড়ে নিতে চেয়েছিল, তাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি; এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাবে জাতীয় সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, দুঃখজনক হলেও সত‍্য যারা আরবি হরফে বাংলা ভাষা পরিবর্তনের চেষ্টা করেছিল এবং যারা বাঙালি না বাংলাদেশি, তা নিয়ে দ্বিধায় থাকেন, তারা এখনও স্বক্রিয়।

তথ্যমন্ত্রী আরও বলেন, ১৯৮টি দেশে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এই গৌরব এমনি এমনি আসেনি। কানাডা প্রবাসী সালাম ও রফিক এই প্রস্তাব করেছিল। কিন্তু ব‍্যক্তি পর্যায়ের প্রস্তাব গ্রহণযোগ্য ছিল না। বঙ্গবন্ধু কন‍্যা শেখ হাসিনা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের পক্ষ থেকে এই প্রস্তাবের উদ‍্যোগ নেন। আর ভোটাভুটিতে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়।

যারা ভাষার বিকৃতি ঘটায় এবং সংস্কৃতিকে বদলে দিতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে এ সময় উল্লেখ করেন ড. হাছান মাহমুদ।

 

Print Friendly and PDF