চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অতিবৃষ্টি হলে ঢাকা দক্ষিণে ১৫ মিনিটে পানি অপসারণ: মেয়র তাপস

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৪২ : অপরাহ্ণ

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে নগরবাসীকে স্বস্তিতে রাখতে নানা কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বললেন, অতি বৃষ্টি হলে ১৫ মিনিটের মধ্যে পানি অপসারণ করা হবে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওয়ারীতে পয়ঃনিষ্কাষণ কাজের তদারকি শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বলেন, এপ্রিলের মধ্যে ঢাকা দক্ষিণের সকল নালা-নর্দমা পরিচ্ছন্ন সম্পন্ন করা হবে। নর্দমায় ভারী বস্তু না ফেলতে এবং নগরবাসীকে সচতেন হতে এ সময় আহ্বান জানান মেয়র তাপস।

তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে রাখা হয়েছে। কিউলেক্স মশা বাড়লে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly and PDF