চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়া জেলে থেকেও রাজনীতি করতে পারবেন, এটা তার গণতান্ত্রিক অধিকার: কৃষিমন্ত্রী

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:২৬ : অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেলে থেকেও রাজনীতি করতে পারবেন। এটা তার গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তবে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা তা নির্ধারণ করবে ইসি।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরির সাথে বৈঠক শেষে কৃষিমন্ত্রী এ মন্তব্য করেন। বলেন, জেলে থেকে খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না, এটা কোথাও বলা হয়নি। তবে তিনি নির্বাচন করতে পারবেন কিনা এ নিয়ে আইনগত প্রশ্ন আছে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কেউ দেশ ছেড়ে পালাবে না। বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে। ২০১০ সাল থেকে তারা এ নিয়ে আন্দোলনের নামে নৈরাজ্য করছে বিভিন্ন সময়ে। এতে লাভ হবে না।

এ সময় তিনি আরও বলেন, এপ্রিল মাসে জাপানে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এখনো তা চূড়ান্ত হয়নি। এ নিয়ে দুই দেশ কাজ করছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী। জাপান যেনো বাংলাদেশে কৃষি যন্ত্রপাতির কারখানা স্থাপন করে এ নিয়ে রাষ্ট্রদূতকে অনুরোধ করা হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী।

Print Friendly and PDF