প্রকাশ: ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৪ : পূর্বাহ্ণ
সোমবার সকাল ৮টায় সারা দেশের ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এর আগে, রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবা ও শিক্ষা বিভাগের ৪০ হাজার লোক কাজ করছে।
সরকার ২০১০ সাল থেকে নিয়মিত বছরে দুইবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রাখছে। ফলে ভিটামিন ‘এ’র অভাবজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা ৪ শতাংশ কমেছে।