চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার পতন করতে গিয়ে বিএনপি নিজেরাই জনবিচ্ছিন্ন: তথ্যমন্ত্রী

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:২৭ : অপরাহ্ণ

সরকার পতন আন্দোলন করতে গিয়ে বিএনপি নিজেরাই জনবিচ্ছিন্ন হয় গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, তারা গণতন্ত্রকে হত্যা করতে নানা অপচেষ্টা চালাচ্ছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না জানিয়ে বলেন, উন্নত দেশে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশে সেভাবে ভোট হবে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার কেবল পাকিস্তানে আছে সেটাইতো চাইবে বিএনপি। কারণ তারা ভেতরে ভেতরে পাকিস্তানের সমর্থন অব্যাহত রেখেছে। তারা দেশটাকে পাকিস্তান বানাতে চায়। সহিংসতা, অগ্নিসন্ত্রাস করে দেশটাকে অস্থির করতে চায় বিএনপি।

Print Friendly and PDF