প্রকাশ: ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৫৭ : অপরাহ্ণ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচ খেলেই পবিত্র ওমরাহ হজ পালন করতে দেশ ছেড়েছিলেন মুশফিকুর রহিম। এসময় তার সঙ্গী হন ‘ভায়রা ভাই’ মাহমুদউল্লাহ রিয়াদ। দুই জন বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
রোববার (২০ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন মুশফিক। সেই ছবিটের ক্যাপশনে সমর্থকদের সালাম জানান তিনি। সোমবার মদিনায় অবস্থানরত একটি ছবি পোস্ট করেছেন রিয়াদও। ক্যাপশনে মদিনা লিখে একটি লাভ ইমুজি দেন তিনি।
পবিত্র ওমরা পালন শেষে কবে দেশে ফিরবেন এই দুই তারকা তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আসন্ন ইংল্যান্ড সিরিজের অনশীলন শুরুর আগেই ঢাকায় পৌঁছাবেন তারা।
ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ বাংলাদেশে আসবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তারপরই শুরু হবে অনুশীলন ক্যাম্পে। তার আগেই ফিরতে পারেন মুশফিক-রিয়াদ।
উল্লেখ্য, কয়েক দিন আগে পেসার তাসকিন আহমেদ গিয়েছিলেন ওমরাহ হজ পালন করতে। এছাড়া তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পরিবারসহ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।