প্রকাশ: ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫৮ : অপরাহ্ণ
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কারণে রাতকানা রোগ নেই বললেই চলে। দশ হাজারে মাত্র চার জন শিশুর এই সমস্যা রয়েছে, এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে মহাখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধনীতে তিনি এ কথা জানান। বলেন, ক্যাম্পেইনের মাধ্যমে দুই কোটি ২০ লাখ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্য ঠিক করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা জানান, প্রায় দশ শতাংশ শিশু টিকা খাওয়া থেকে বিরত থাকে। এর কারণ খুঁজে বের করতে হবে।
এবার ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ কোটি ৯৫ লাখ শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ছয় মাস বয়সীরা নীল ক্যাপসুল ও এক বছরের বেশিরা লাল ক্যাপসুল পাবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল ভরা পেটে খাওয়াতে হবে।