প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:১১ : অপরাহ্ণ
মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী নিয়েও স্বস্তি নেই পিএসজি শিবিরে। সবশেষ ৩ ম্যাচে জয়বঞ্চিত তারা। তবে হারের বৃত্তে থাকলেও টেবিলের শীর্ষস্থানটা এখনও ধরে রেখেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। জয়ের খোঁজে থাকা দলটি পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করার মিশনে আজ লিলের বিপক্ষে মাঠে নামবে।
নিজেদের ঘরের মাঠ মার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে লিলকে আতিথ্য দেবে প্যারিস সেন্ট জার্মেই। ম্যাচটি শুরু হবে রোববার ( ১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। নতুন বছরে এসে একের পর এক ম্যাচ হেরেই যাচ্ছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে বায়ার্নে কাছে হার, মার্শেইয়ের কাছে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে ছিটকে যাওয়া এবং সবশেষ লিগে মোনাকোর বিপক্ষে হার- সব মিলিয়ে যাচ্ছে তাই অবস্থা বর্তমান ফেঞ্চ চ্যাম্পিয়নদের।
অবশ্য পয়েন্ট টেবিলের ৫ নম্বরে থাকা দলটির সঙ্গে সবশেষ সাক্ষাৎটা আত্মবিশ্বাস জোগাবে পিএসজিকে। কেননা, গেলো বছর লিলের বিপক্ষে ৭-১ গোলের বড় জয় পেয়েছিল ফ্রেঞ্চের লিগের এই জায়ান্ট দলটি। সেই ম্যাচে হ্যাট্টিক করেছিল এমবাপ্পে। জোড়া গোল করেন নেইমার এবং ১টি গোল করেছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সেই সুখকর স্মৃতি নিয়ে লিলের বিপক্ষে মাঠে নামবে মেসি-নেইমার-এমবাপ্পেরা।