চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রোগীদের সেবায় নার্সদের আরো সতর্ক হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১৩ : অপরাহ্ণ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রোগীদের দেখার দায়িত্ব অ্যাটেন্ডারদের নয়, নার্সদের। কিন্তু মাঠ পর্যায়ে আমরা অনেকটা বিপরীত চিত্র দেখতে পেয়েছি। হাসপাতালে রোগীদের সেবাদানে নার্সদের আরো সতর্ক হতে হবে।

রোববার রাজধানীর মিন্টু রোডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত ভাষা আন্দোলনের তাৎপর্য বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেবা নিশ্চিত করতে হাসপাতালের পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সবচেয়ে বড় কাজ। রোগীরা যেন ঠিকমতো সেবা পায় সেজন্য ডাক্তার-নার্সদের মধ্যে সম্পর্ক আরো ভালো হতে হবে।

তিনি আরো বলেন, চিকিৎসকদের পদোন্নতি বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। এ নিয়ে আর কোনো জটিলতা থাকবে না।

জাহিদ মালেক বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তার মাধ্যমেই এ জাতি স্বাধীনতা পেয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল কেউ গৃহহীন থাকবে না, বিনাচিকিৎসা মারা যাবে না। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করছেন।

এ সময়- স্বাচিপ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ স্বাচিপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly and PDF