চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদের কষ্টের জয়ে ব্যবধান কমলো বার্সেলোনার সঙ্গে

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:০০ : পূর্বাহ্ণ

করিম বেনজেমার অনুপস্থিতি রিয়াল মাদ্রিদকে আক্রমণভাগে বেশ ভুগিয়েছে। ওয়ান-অন-ওয়ানে ভিনিসিউস জুনিয়রের একের পর এক সুযোগ নষ্টর পাশাপাশি নিস্প্রভ হয়ে থাকলেন রদ্রিগো- মনে হচ্ছিল আবারও বুঝি পয়েন্ট খোয়াতে যাচ্ছে লা-লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

তবে রিয়াল সমর্থকরা শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি। ম্যাচের ৭৮ মিনিটে ভিনিসিউসের সহায়তায় দলকে গোল এনে দিলেন ফেদে ভালভের্দে। যোগ করা সময়ে স্কোরলাইন দ্বিগুণ করলেন বদলি নামা মার্কো আসেনসিও।

এতে শেষ পর্যন্ত ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ মাঠ ছাড়ে ২-০ ব্যবধানের জয় নিয়ে।

এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনল রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ২১ ম্যাচে ৫৬। অপরদিকে ২২ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৫১। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে কাদিজের বিপক্ষে খেলবে বার্সা।

Print Friendly and PDF