চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশু প্রহরে ক্ষুদে পাঠকদের ঢল

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:১২ : অপরাহ্ণ

ছুটির দিনে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ এখন রাজধানীবাসীর অন্যতম গন্তব্য। বিশেষ করে সকালটায় শিশুদের সাথে নিয়ে মেলায় ছুটে যান অভিভাবকরা। নতুন বইয়ের গন্ধ, সাথে সিসিমপুরে টুকটুকি ও হালুমদের গল্প, মেলার শিশু প্রহরকে প্রাণবন্ত করে তোলে। সন্তানের সাথে এসে ছোটাছুটির মাঝেও নিজেদের পছন্দের বইটি কিনে নিতে ভোলেন না অভিভাবকরা।

শুক্রবার সকাল এগারোটায় বইমেলার দুয়ার খোলা হলেও অনেক আগেই বাবা-মায়ের হাত ধরে মেলা প্রাঙ্গণে এসে হাজির ক্ষুদে পাঠকের দল। ছুটির দিনে সকালে থাকে শিশুপ্রহর। এ সময়টা মেলা থাকে তাদেরই দখলে। গেইট খোলার সাথে সাথেই বইয়ের জগতে হানা। রং বেরঙের মলাটে মোড়ানো নতুন বইয়ের পাতা উল্টে নিজেদের পছন্দটা ঝালিয়ে নেয় অনেকেই।

মেলার মাইকে যখন সিসিমপুরের পাপোট শোয়ের ঘোষণা, তখন বই ফেলে এক ছুট টুকটুকি হালুমের আস্তানায়। ততক্ষণে কানায় কানায় পূর্ণ সামনের সারি। ভীড় ঠেলে জায়গা না পেয়ে অনেক পাঠকই বাবার কাঁধে চড়ে বসেন। টুকটুকি, হালুম আর ইকরির মজার মজার সব গল্প শুনে আনন্দে আত্মহারা শিশুরা। এ যেন শুধুই তাদের জগত। পড়তে পড়তে নতুন নতুন সব খেলায় মেতে ওঠা।

পাশাপাশি নতুন বই ঘেঁটে ঘেঁটে পছন্দের গ্রন্থটি সংগ্রহ করে নেয় অনেকেই। অভিভাবকরা চাইছেন, সন্তানদের বইয়ের জগতে নিয়ে এসে ইলেকট্রনিক ডিভাইসের আসক্তি থেকে দূরে সরাতে। বই মেলায় নিয়ে আসা সে কারণে। সেই সাথে নিজেদের আত্মিক সম্পর্কটাও ঝালিয়ে নেয়ার চেষ্টা। ছুটির দিনে বেচাকেনাও বেশ জমে ওঠে বেলা বাড়ার সাথে সাথে।

সূত্র – বৈশাখী নিউজ

Print Friendly and PDF