চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সেনাবাহিনীতে নারী সৈনিক যোগদানের ব্যবস্থা করে আ. লীগ সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:২২ : অপরাহ্ণ

সেনাবাহিনীতে নারী সৈনিক যোগদানের ব্যবস্থা করে আওয়ামী লীগ সরকার, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও বলেন, স্বশস্ত্রবাহিনী বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বাড়াতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, স্বশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করে যাচ্ছে। একইসাথে কারো সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব নীতিতে কাজ করে যাচ্ছে। তবে বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে সেনাবাহিনী বসে থাকবে না। কঠোরভাবে প্রতিরোধ করবে। পেশাদারিত্ব বজায় রেখে সকল সেনা সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রুশ-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট সংকট মোকাবেলার প্রত্যয় করে সরকার প্রধান বলেন, অর্থনীতি পুনর্গঠনের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছে সরকার।

 

Print Friendly and PDF