চট্টগ্রাম, রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রমজানে চালের জন্য মানুষ সমস্যায় পড়বে না: খাদ্যমন্ত্রী

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ২:১৮ : অপরাহ্ণ

রমজানে চালের জন্য মানুষ সমস্যায় পড়বে না বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সরকারের কাছে এখন রেকর্ড পরিমাণ চালের মজুদ আছে বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব দাবি করেন।

খাদ্যমন্ত্রী বলেন, চালের সংগ্রহ ও মজুদ ভালো।

এ বছর ২০ লাখ ৩৩ হাজার ৯২৮ মেট্রিক টন চাল মজুদ আছে। গত বছর এ সময় মজুদ ছিল ১৯ লাখ ৯৫ হাজার। তবে ধান সংগ্রহে এবার সরকার জোর দিচ্ছে না। কেননা বেসরকারি মিল মালিকদের কাছ থেকে তারা ভালো মূল্য পাচ্ছে।

ডলারের দাম ও উৎপাদন খরচ মিলিয়ে চালের দাম যে নিয়ন্ত্রণে আছে এটাই বড় সাফল্য বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী। এরপরও দাম বেশি হওয়ায় দরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচি আছে। আর মধ্যবিত্তদের ৫০ ভাগই ওএমএসে চাল নিচ্ছে, জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, বৈশ্বিক সংকট থাকলেও আমনের ভালো ফলন হয়েছে। বোরোতেও ভালো ফলন হবে। তাহলে খাদ্য নিয়ে সংকট থাকবে না।

মন্ত্রী আরও বলেন, ওএমএস কার্যক্রম চলবে। ওএমএসে চাল ৩০ টাকা ও আটা ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

তিনি বলেন, মার্চ থেকে খাদ্যবান্ধব্য কর্মসূচি শুরু হবে। এতে আরও কম দামে ১৫ টাকা করে ৩০ কেজি চাল দেয়া হবে ৫০ লাখ পরিবারকে। রমজান ও ঈদকে ঘিরে ১ কোটি দরিদ্র পরিবারকে বিনা পয়সায় ১০ কেজি করে ভিজিএফ চাল দেয়ার পরিকল্পনা আছে সরকারের।

Print Friendly and PDF