চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস লিগে টটেনহ্যামের বিরুদ্ধে এসি মিলানের জয়

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৪২ : পূর্বাহ্ণ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে টটেনহ্যামের বিপক্ষে ১-০ গোলে জিতেছে মিলান। ঘরের মাঠ সান সিরোয় ব্রাহিম দিয়াসের দেয়া একমাত্র গোলেই জয় তুলে নেয় তারা।

চিরচেনা হোম গ্রাউন্ডে শুরুতেই গোল পায় এসি মিলান। ম্যাচ শুরুর সপ্তম মিনিটে টটেনহ্যামের জালে বল পাঠান ফরোয়ার্ড দিয়াজ। গোল শোধে মরিয়া চেষ্টা চালায় হটস্পাররা। কিন্তু কোনো সাফল্য আসেনি। প্রথমার্ধ শেষ হয় মিলানের হাসিতেই।

এরপর, দ্বিতীয়ার্ধ আক্রমণ–প্রতি আক্রমণে জমে উঠে। বল দখলে দাপট দেখালেও গোল করতে ব্যর্থ হয় টটেনহ্যাম। অন্যদিকে, একাধিক সুযোগ পেয়ে ব্যবধান বাড়াতে পারেনি এসি মিলান। শেষ পযর্ন্ত ১-০ গোলেই আসে সমাপ্তি। স্প্যানিশ ফরোয়ার্ড দিয়াজের গোলেই ১-০ ব্যবধানে জয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দলটি।

Print Friendly and PDF