চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শুটিংয়ে আহত শাকিব খান

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫১ : পূর্বাহ্ণ

সিনেমার শুটিংয় চলাকালীন আহত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। সোমবার (১৩ ফেব্রুয়ারি) আগুন চলচ্চিত্রের কিছু অবশিষ্ট অংশ শুটিংয়ের সময় এ ঘটনা ঘটে।

সংবাদ সূত্রে জানা যায়, সোমবার রাজধানীর আফতাব নগরে ছবির শুটিং চলছিল। এসময় মারপিটের শুটিংয়ের দৃশ্য ধারণের একপর্যায়ে আহত হন শাকিব।

আরও জানা গেছে, আহত হওয়ার পরও বেশ কিছু সময় শুটিং করেছেন নায়ক শাকিব। এরপর কাজ শেষে গুলশানের একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান।

ঢাকাই নায়কের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বড় ধরনের কোনো সমস্যা হয়নি শাকিবের। চিকিৎসক কয়েক দিন পূর্ণবিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন। এছাড়া কিছু ওষুধপথ্য দিয়েছেন।

Print Friendly and PDF