চট্টগ্রাম, শনিবার, ২৫ মার্চ ২০২৩ , ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পরাজয়ের ভয়ে নির্বাচনে যেতে ভয় পায় বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৩৪ : অপরাহ্ণ

পরাজয়ের ভয়ে নির্বাচনে যেতে ভয় পায় বিএনপি, তাই তারা পথ হারিয়ে পদযাত্রা শুরু করেছে; এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বঙ্গবন্ধু গোল চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিএনপির আন্দোলনে কেবল তাদের নেতাকর্মীরা আছে, সাধারণ মানুষের অংশগ্রহণ নেই।

পরে উপজেলার ২৩ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। কার্যক্রম শেষে মোশাররফ ফজিলাতুন্নিছা ফাউন্ডেশনের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন ওবায়দুল কাদের।

Print Friendly and PDF