চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পর্দা উঠছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:১৭ : অপরাহ্ণ

পর্দা উঠছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অষ্টম আসরের। এবারের টুর্নামেন্টে দশটি দল খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে।

প্রথম দিন শুক্রবার (১০ ফেব্রুয়ারি) গ্রুপ এ’তে রাত ১১টায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকার লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে টাইগ্রেসদের মাঠে নামার অপেক্ষা আরও দুই দিনের। রোবাবার প্রথম ম্যাচে জ্যোতির দলের প্রতিপক্ষ লঙ্কান নারীরা।

কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড। ছবির মতো নয়, ছবির চাইতেও একটু বেশিই সুন্দর। প্রায় দেড়শ বছরের ইতিহাস বুকে ধারণ করা নিউল্যান্ডস সাক্ষী হওয়ার অপেক্ষায় আরও এক ইতিহাসের। এ মাঠেই পর্দা উড়ছে নারীদের সংক্ষিপ্ত সংস্করণের সবচাইতে বড় আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের।

এই টুর্নামেন্টের বাছাই প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২১ সালে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ছাড়াও র‌্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি জায়গা মিলেছিল ৭ দলের। বাংলাদেশ আর আয়ারল্যান্ড আসে কোয়ালিফায়ার রাউন্ড খেলে।

এবারের নারীদের বিশ্বকাপ হবে তিন ভেন্যুতে। নিউল্যান্ডস ছাড়াও খেলা হবে সেন্ট জর্জেস পার্ক আর বোল্যান্ড পার্কে। দশ দল খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ এ’তে আছে টাইগ্রেসরা। যাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা আর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। গ্রুপ বি’তে ইংল্যান্ডের সঙ্গী আয়ারল্যান্ড, পাকিস্তান, ভারত আর ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম দিনই মাঠে নামছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষ লঙ্কান নারীরা। নিউল্যান্ডসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১১টায়। টাইগ্রেসরা মাঠে নামবে একদিন বাদে। চেনা প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যদিও বিশ্বকাপের আগে খেলা দুই অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের দুটোতেই হার জ্যোতির দলের। তবুও ইতিহাসকে সমৃদ্ধ করতে ইতিবাচক ফলের দিকে তাকিয়ে তিলকারত্নের শিষ্যরা।

Print Friendly and PDF