চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ , ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিগগিরই ক্ষুধামুক্ত দেশ হবে বাংলাদেশ: কামরুল

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২:১৫ : অপরাহ্ণ

বাংলাদেশ খুব শিগগিরই ক্ষুধামুক্ত দেশ হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

তিনি বলেন, দেশ খাদ্য উৎপাদনে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত সূচকে শূন্যের কোঠায় চলে আসবে।

বুধবার সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-২০২২ রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন কামরুল ইসলাম।

ক্রমান্বয়ে খাদ্য উৎপাদনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, খুব শিগগিরই দেশ ক্ষুধামুক্ত হবে।

এদিকে রিপোর্টে বলা হয়, গত কয়েক দশক ধরে বাংলাদেশের অগ্রগতি একই রকম এবং এখন ক্ষুধাসূচকে মাঝারি হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও দেশটি বিগত বছরগুলোর তুলনায় দৃশ্যমান উন্নতি দেখিয়েছে।

কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও ওয়েল্ট হাঙ্গার হিলফ যৌথভাবে বিশ্ব ক্ষুধা সূচক-২০২২ রিপোর্টটি প্রকাশ করে।

Print Friendly and PDF