চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মিশরে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের ‌‘অন্ধ’ হাফেজ

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১৭ : পূর্বাহ্ণ

মিশরের রাজধানী কায়রোতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভির হোসাইন।

সারা বিশ্বের ৫৮টি দেশের ১০৮জন প্রতিযোগীর মধ্যে পরিপূর্ণ ৩০ পারা হেফজুল কোরআন (তাজভীদ) প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় হয়েছেন যথাক্রমে ঘানা ও মালদ্বীপের হাফেজরা।‌ মিশরের রাজধানীর গ্র্যন্ড নাইল টাওয়ার হোটেলে অনুষ্ঠিত চার দিন‌ব্যাপী আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ওই প্রতিযোগিতায় বাংলাদেশি অন্ধ হাফেজ তানভীর হোসাইনের তেলাওয়াতে মিশরের ধর্ম মন্ত্রী অধ্যাপক ড. মোহাম্মদ মুখতার জুমাসহ প্রতিযোগিতার বিচারকরা মুগ্ধতা প্রকাশ করেন।

আসন্ন পবিত্র রমজান মাসের লাইলাতুল কদর রাতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ পত্র তুলে দেবেন মিশরের রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ সিসি। হেফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া প্রতিযোগীদেরপুরস্কারের মধ্যে রয়েছে যথাক্রমে ২৫০,০০০, ১৫০,০০০ এবং ১০০,০০০ মিশরীয় পাউন্ড।

২৯তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিচারক ছিলেন মিশরের ধর্মমন্ত্রী ড. মুহাম্মাদ মুখতার জুমা, গ্র্যান্ড মুফতি আল্লামা ড. শাওকি, ইসলামিক রিসার্চ সেন্টারের মহাসচিব ড. নাজির আইয়াদে, আল-আজহারে শরিফ এর গ্র্যান্ড ইমামের পক্ষে ড. ওসামা আল-আব্দ, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সহ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ইসলামী স্কলার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের ২৭ বছর বয়সী জন্মান্ধ হাফেজ তানভির হোসাইন রাজধানী ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। এর আগে সে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় ৭৩ দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অধিকার সহ বিশ্বের বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।

সূত্র: ডেইলি বাংলাদেশ

Print Friendly and PDF