চট্টগ্রাম, রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা-চিলি-প্যারাগুয়ে-উরুগুয়ে

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:২৪ : অপরাহ্ণ

২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের জন্য দরপত্র জমা দিল লাতিন আমেরিকার চার দেশ আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে। সংবাদ মাধ্যমে এতোদিন আলোচনা থাকলেও  এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) গতকাল (মঙ্গলবার) এক অনুষ্ঠানে চার দেশের ফুটবল কর্মকর্তা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিনিগেসের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।

২০১৭ সালে প্রাথমিকভাবে আর্জেন্টিনা ও উরুগুয়ে ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চাওয়ার লক্ষ্যের কথা বলেছিল। পরে তাদের সঙ্গে যোগ দেয় চিলি ও প্যারাগুয়ে। এটি হবে বিশ্বকাপের শতবর্ষী আসর। এর আয়োজক নির্ধারিত হবে ২০২৪ সালে।

প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে, ১৯৩০ সালে। বিশ্বকাপের একশ বছর পূর্তির আসরটি তাই দক্ষিণ আমেরিকায় আয়োজন করতে চায় ওই চার দেশ।

আর্জেন্টিনা বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৭৮ সালে, চিলি ১৯৬২ সালে। প্যারাগুয়ে কখনও বৈশ্বিক আসর আয়োজন করেনি।

২০৩০ বিশ্বকাপের স্বাগতিক হতে এই চার দেশকে লড়াই করতে হবে স্পেন ও পর্তুগালের সঙ্গে। ইউরোপের এই দুই দেশ যৌথভাবে আসরটি আয়োজন করতে চাওয়ার ঘোষণা দিয়েছে আগেই। মরক্কো ও সৌদি আরবও যোগ দিতে পারে এই লড়াইয়ে।

Print Friendly and PDF