চট্টগ্রাম, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ , ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভূমিকম্পে নিখোঁজ হওয়া চেলসির সাবেক সেই ফুটবলারের খোঁজ মিলেছে

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫৯ : অপরাহ্ণ

শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়া। দেশ দুইটিতে প্রতিনিয়তই বাড়ছে লাশের সংখ্যা। ভূমিকম্পের ঘটনায় এখন অবধি প্রায় ৪৩০০ জন মারা গেছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। এদিকে, তুরস্কের ভূমিকম্পে নিখোঁজ হওয়া চেলসির সাবেক ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর খোঁজ মিলেছে।

চেলসির সাবেক ও ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুকে জীবিত অবস্থায় ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে চেলসি ও নিউক্যাসেলের সাবেক এ ফুটবলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তুরস্কের ক্লাব হাতায়াস্পরে খেলেন আতসু। ক্লাবটির মুখপাত্র মোস্তফা ওজাত জীবিত অবস্থায় আতসুকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আতসুকে ধ্বংসাবশেষ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে আমাদের আরেকজন পরিচালক এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন।’

৩১ বছর বয়সী ঘানার এই ফুটবলার তুরস্কের যে ভবনে ছিলেন সেটি ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর ভেঙে পড়ে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন এই ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড এক টুইট বার্তায় লিখেন, আতসুর ব্যাপারে ইতিবাচক সংবাদের জন্য প্রার্থনা করছি। সূত্র: গোল ডটকম 

Print Friendly and PDF