প্রকাশ: ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫৯ : পূর্বাহ্ণ
ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়াতে হতাহতদের জন্য মসিজদ আল-আকসায় বিশেষ নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। নামাজে ক্ষতিগ্রস্ত দুই দেশের জন্য দোয়া করা হয়। খবর আনাদলু এজেন্সি।
সোমবার ভূমিকম্প আঘাত হানার পর পশ্চিম জেরুজালেমে অবস্থিত পবিত্র মসজিদ আল-আকসায় সিরিয়া ও তুরস্কের জন্য দোয়া করা হয়।
আনাদলু এজেন্সির সাংবাদিক জানিয়েছেন, মসজিদ আল-আকসায় শতাধিক ফিলিস্তিনি উপস্থিত হয়ে তুরস্ক ও সিরিয়ার জন্য বিশেষ নামাজ পড়ে দোয়া করেন।
সোমবার ভোর রাতে সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ সময় অধিকাংশ মানুষ ঘুমে থাকার কারণে বহুতল ভবনের নিচে চাপ পড়েছে।
ভূমিকম্পে এখন পর্যন্ত দুই দেশে ৪ হাজার ৩০০ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়বে। আহত হয়েছে হাজার হাজার মানুষ।