চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মহাদেবপুর প্রেসক্লাবের কমিটি গঠন

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:০৬ : অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পরিষদ ডাকবাংলো, মহাদেবপুর, নওগাঁ’র  হলরুমে প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাক ও উত্তরকোণ পত্রিকার মহাদেবপুর উপজেলা সংবাদদাতা আজাদুল ইসলাম আজাদকে সভাপতি ও দৈনিক প্রথম সংবাদের সম্পাদক আজাদ হোসেন মুরাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক সানসাইন প্রতিনিধি লিয়াকত আলী বাবলু, সহ-সভাপতি দৈনিক সন্ধ্যাবাণীর প্রতিনিধি ওয়াসিম আলী, যুগ্ম-সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি আইনুল হোসেন, সহ- সম্পাদক দৈনিক আনন্দ বাজারের জেলা প্রতিনিধি এম.আর রাজ, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সমাচার প্রতিনিধি সুইট হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক নতুনদিন প্রতিনিধি রশিদুল ইসলাম, প্রচার সম্পাদক আজকের প্রভাত প্রতিনিধি সুজন হোসেন, অর্থ সম্পাদক এশিয়ান টিভি ও উত্তরা প্রতিদিন প্রতিনিধি মকলেছার রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক দৈনিক তরুণ কণ্ঠ ও চ্যানেল কর্ণফুলীর প্রতিনিধি মাহবুবুজ্জামান সেতু, কার্য নির্বাহী সদস্য ভোরের কাগজ, দৈনিক চাঁদনী বাজার, দিনকাল বিডি.২৪ ও সময়ের কাগজ প্রতিনিধি গৌতম কুমার মহন্ত, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আঃ রশিদ তারেক, ডিবিসি নিউজ প্রতিনিধি এ কে সাজুকে কার্য নির্বাহী সদস্য নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

Print Friendly and PDF