চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খোর্দ্দ বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৪৪ : অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় “খোর্দ্দ বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়” এর ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিষ্ণপুর ইউনিয়নের খোর্দ্দ বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে চলে একটানা ভোটগ্রহণ।
এ নির্বাচনে অভিভাবক সদস্য হিসেবে ৮ জনের মধ্যে ৪৬ টি ভোট পেয়ে মকছেদ আলী, ৪৫ টি ভোট পেয়ে আজিজার রহমান, ৩৯ টি ভোট পেয়ে আনোয়ার হোসেন এবং ৩৮ টি ভোট পেয়ে সাইদুর রহমান, শিক্ষক প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় মাসুদ রানা ও হযরত আলী  এবং মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় শাহানারা আক্তার নির্বাচিত হন। অপরদিকে সংরক্ষিত মহিলা ছাত্র অভিভাবক সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় সালমা আক্তার নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, খোর্দ্দ বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১০৩ জন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মান্দা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার পবিত্র কুমার সরকার।
মাহবুবুজ্জামান সেতু

Print Friendly and PDF