প্রকাশ: ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৩৮ : অপরাহ্ণ
নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর বসছে দক্ষিণ আফ্রিকায়। আগামী ১০ ফেব্রুয়ারি পর্দা উঠবে এবারের আসরের। টুর্নামেন্টটের মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে অংশগ্রহণকারী দলগুলো। নিজেদের প্রথম ম্যাচে আজ (৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।
কেপটাউনে সোমবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে আগামী ৮ ফেব্রুয়ারি।
বাংলাদেশ-পাকিস্তানের মেয়েরা ছাড়াও আজ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত, দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ও নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে শনিবার (৪ ফেব্রুয়ারি) ১০ দলের অধিনায়করা টুর্নামেন্টের অফিশিয়াল ফটোশ্যুট করেন। সেখানেই নিজেদের দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন সবাই।
বাংলাদেশি অধিনায়ক নিগার সুলতানা চান টানা হারের বৃত্তটা ভাঙতে। ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশ ৩ রানে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। এরপর ২০১৬, ২০১৮ ও ২০২২ সালের আসরগুলোয় কোনো ম্যাচই জিততে পারেনি।
নিগার বলেন, বিশ্বকাপে জায়গা পাওয়াটা দারুণ ব্যাপার। আমরা অনেকে বহুদিন ধরেই খেলছি, তবে এটা আমাদের কেবল পঞ্চম বিশ্বকাপ। ২০১৪ সালের পর এই বিশ্বকাপে আমরা জিততে পারিনি। এবার তাই নিজেদের সেরাটা দিয়ে খেলব। ২০১৮ সালে আমরা এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশে নারীদের ক্রিকেটে বড় রকমের পরিবর্তন এসেছে। কদিন আগে নিউজিল্যান্ড সফরে আমরা অনেক কিছু শিখেছি। বিশ্বকাপে নিজেদের সামর্থ্য দেখানোর অপেক্ষায় আমরা।
বাংলাদেশের গ্রুপে আছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে।
বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামিমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, ঋতু মনি, দিশা বিশ্বাস ও সোবহানা মোশতারি।
স্টান্ডবাই : রাবেয়া, সানজিদা আক্তার, ফারজানা হক, শারমিন আক্তার।