চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সবাইকে বলেছি, মেসির জন্য খেলো: গালতিয়ের

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৩৫ : অপরাহ্ণ

ফরাসি ক্লাব পিএসজির কোচ ক্রিস্টোফ গালতিয়ের জানিয়েছেন, লিওনেল মেসিকে রক্ষণাত্মক কাজের ভার থেকে মুক্ত রেখেছেন তিনি। সেই সাথে, পুরো দলকে বলেছেন, তারা যেন মেসির জন্য খেলে; বাকিরা বাড়তি পরিশ্রম করে যেন মেসিকে দিতে পারে স্বাধীনভাবে খেলার সুযোগ। গোল ডটকমের খবর।

তুলুজের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ইনজুরিতে পিএসজি একাদশে ছিলেন না নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। এই ম্যাচে পিছিয়ে পড়ার পরও জয় পেতে ভুগতে হয়নি ফরাসি জায়ান্টকে। আরও একবার আক্রমণভাগের নেতৃত্ব দিয়ে পিএসজিকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দিয়েছেন লিওনেল মেসি। কোচ গালতিয়ের তাই ম্যাচের পর জানিয়েছেন, পার্থক্য গড়ে দেয়ার সুযোগ যেন পান মেসি, তা নিশ্চিতে সব ধরনের সমর্থন দেয়া হবে তাকে।

ক্রিস্টোফ গালতিয়ের বলেছেন, আমি দলের সবাইকে মেসির জন্য খেলতে বলেছি। তার জন্য বাড়তি পরিশ্রম করতে বলেছি। কয়েকটি কাজ যেন মেসিকে করতে না হয়, সে নির্দেশনা দিয়েছি। বল কেড়ে নেয়ার কাজে মেসির সতীর্থদের আরও পরিশ্রম করতে হবে যাতে, মেসি পাস খুঁজে পায়। আর খুব ছোট জায়গার মধ্যেও মেসি যা করতে পারে, এ সময়ের ফুটবলে সেসব খুব বেশি দেখা যায় না।

Print Friendly and PDF