চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় বাংলাদেশ থেকে সবজি নিতে আগ্রহী রাশিয়া: কৃষিমন্ত্রী

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:০১ : অপরাহ্ণ

নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিলে বাংলাদেশ থেকে আলু, ফুলকপিসহ বিভিন্ন সবজি নিতে আগ্রহী রাশিয়া। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মন্টিটস্কি।

রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রুশ রাষ্ট্রদূত। এ সময় সবজি নেয়ার বিষয়ে আগ্রহের কথা জানান তিনি। বৈঠক শেষে আব্দুর রাজ্জাক এসব তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেছেন, সার নিয়ে সংকটে আছে বাংলাদেশ। তবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় রাশিয়া থেকে এখন সারের জন্য গুরুত্বপূর্ণ পটাশিয়াম ও ডিএপি আনা হবে। রুশ সরকার নিষেধাজ্ঞা তুলে নেয়ায় দেশটিতে এখন আলু রফতানি করা যাবে। ফুলকপি, আমও রফতানি করার বিষয়ে কাজ চলছে। এক্ষেত্রে নিরাপদ ও ঝুঁকিমুক্ত রফতানির কথা বলেছে আলেক্সান্ডার ভি মন্টিটস্কি। সারাবিশ্বে যুদ্ধের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে। বাংলাদেশও এর ভুক্তোভোগী।

Print Friendly and PDF