চট্টগ্রাম, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে মির্জা ফখরুলের চিঠি দেয়া রাষ্ট্রদ্রোহিতার শামিল: তথ্যমন্ত্রী

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:০৩ : অপরাহ্ণ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে মির্জা ফখরুলের চিঠি দেয়া কেবল অসৌজন্যমূলক নয়, রাষ্ট্রদ্রোহীতার শামিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশে গণতন্ত্র নেই বলে বিএনপি নেতারা প্রতিদিন বক্তব্য দেন। এর মাধ্যমে সাধারণ মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে তারা।

হাছান মাহমুদ দাবি করেন, লন্ডনভিত্তিক সংস্থা দ্যা ইনটেলিজেন্স ইউনিটে প্রকাশিত গণতন্ত্রের সূচকে বাংলাদেশ গেলো বছরের চেয়ে দুই ধাপ এগিয়ে এ বছর ৭৩তম হয়েছে। আরও বহুধাপ এগিয়ে যেতে পারতো, যদি সব বিরোধীদল গণতন্ত্রকে এগিয়ে নিতে সহযোগিতা করতো।

প্রসঙ্গত, মির্জা ফখরুলের চিঠি দেয়ার বিষয়টি গত ৩১ জানুয়ারি জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তুলে ধরেন। তখন তিনি বলেন, ২০২০ সালের ১৮ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে চিঠি লিখেছিলেন।

এরপর, গত ২ ফেব্রুয়ারি সাংবাদিকরা এ বিষয়ে বিএনপি মহাসচিবকে জিজ্ঞেস করলে মির্জা ফখরুল চিঠি দেয়ার বিষয়টি স্বীকার করেন। বলেন, আমরা তো বহু লোককে চিঠি দিয়েছি, বহু দেশকে চিঠি দিয়েছি। অবশ্যই দিয়েছি। এটা তো অস্বীকার করিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের চলমান যে শাসন ব্যবস্থা, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করেছে, মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে, দুর্নীতি-লুটপাট করেছে, রাজনৈতিক নেতাদের গুম করছে, খুন করছে, প্রতিমুহূর্তে মানবাধিকার লঙ্ঘন করছে, এগুলা আমরা সারা পৃথিবীকে জানিয়েছি।

Print Friendly and PDF