চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ শুভ মাঘী পূর্ণিমা

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:০৫ : অপরাহ্ণ

আজ রোববার (৫ই ফেব্রুয়ারি),শুভ মাঘী পূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব। দিবসটি একই সঙ্গে বৌদ্ধদের কাছে একটি ঐতিহাসিক দিন হিসেবেও পরিগণিত।

এই পূর্ণিমা তিথিতে তথাগত বুদ্ধ তার ভিক্ষুসংঘকে পাতিমোক্ষ (বিনয় পিটক) দেশনা করেন। একই তিথিতে বৈশালীর চাপাল চৈত্যে ভিক্ষুসংঘের কাছে নিজের মহাপরিনির্বাণ দিবস ঘোষণা করেন তিনি। অর্থাৎ তিনি মাঘী পূর্ণিমা দিবসে ঘোষণা করেছিলেন, ওই দিন হতে তিন মাস পর শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে স্বীয় দেহত্যাগ করে পরিনির্বাপিত হবেন।

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালা আয়োজিত হবে।

রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের দিনব্যাপী অনুষ্ঠানমালায় আছে, ভিক্ষুসংঘের প্রাতঃরাশ গ্রহণ, বুদ্ধপূজা ও সীবলী পূজা, বুদ্ধমূর্তি ও সীবলী মূর্তির জীবন্যাস, অষ্ঠপরিষ্কারসহ সংঘদান, ভিক্ষুসংঘের পিণ্ডদান, অতিথি ভোজন, পবিত্র ত্রিপিটক পাঠ, আলোচনা সভা প্রভৃতি।

Print Friendly and PDF