চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানকে আবারও ক্ষমা চাওয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৪১ : পূর্বাহ্ণ

১৯৭১ সালে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে আবারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে শনিবার (৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানী খারকে এ আহ্বান জানান। শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী মোমেনসহ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী কলম্বো সফর করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী শনিবার কলম্বোর গলে ফেস গ্রিনে যৌথ বাহিনীর মার্চপাস্ট, ফ্লাই-বাই এবং প্যারাসুট প্রদর্শনসংবলিত ‘স্বাধীনতা প্যারেডে’ যোগদান করেন। এসময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে কুচকাওয়াজ পরিদর্শন করেন।

এদিকে, মোমেন-হিনার বৈঠক নিয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী এক টুইট বার্তায় বলেন, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কলম্বোয় সাক্ষাৎ করেছেন। তারা বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সুবিধার বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

Print Friendly and PDF