চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ বিশ্ব ক্যন্সার দিবস

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫৬ : পূর্বাহ্ণ

‘বৈষম্য কমাই, ক্যান্সার সেবায়’ প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব ক্যন্সার দিবস। এ উপলক্ষে রাজধানীতে র‍্যালি করেছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ক্যান্সার হাসপাতাল প্রাঙ্গন থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি। র‍্যালির নেতৃত্বে ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নিজামুল হক।

তিনি বলেন, ক্যান্সার মরণব্যাধি হলেও শুরুতে সচেতন হলে এ রোগ নিরাময় সম্ভব। কিন্তু, আমাদের দেশের মানুষ এখনওঁ সচেতন না। ক্যান্সার থেকে মুক্তি পেতে হলে সবাইকে সচেতন হতে হবে। এ সময়, শারীরিক কোনো জটিলতা দেখা দিলেই দ্রুত ডাক্তার পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দেন তিনি।

Print Friendly and PDF