চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঠ্যবই নিয়ে মিথ্যাচার উদ্দেশ্যমূলক: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:১২ : অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাক্রম নিয়ে এত কথা বলা হচ্ছে, যার অধিকাংশই মিথ্যাচার। যেখানে ভুল আছে, সেখানে অবশ্যই সংশোধন করেছি এবং করবো। যেখানে ভুল চিহ্নিত হবে, সেখানে শুদ্ধ করা হবে। কিন্তু যেসব মিথ্যাচার-অপপ্রচার চলছে, সেগুলো তো উদ্দেশ্যমূলক।

শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিস প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো বইয়ের মধ্যে কখনো সূত্র লেখা থাকে না। আর কোথাও থেকে লেখা নিয়ে থাকলে কৃতজ্ঞতা স্বীকার করা সাধারণ নিয়ম। এখন মানুষের মাঝে অনেক সচেতনতা এসেছে। কাজেই আমি আশা করবো- এখন থেকে যারা বই লিখবেন কারো তথ্য নেয়া হলে সূত্র উল্লেখ করে দেবেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আর কোনো ইস্যু না পেয়ে একটি গোষ্ঠী পাঠ্যবই নিয়ে পেছনে লেগেছে। মিথ্যাচার ও অপপ্রচারের কারণে নতুন শিক্ষাক্রমের গুণগত মান এবং উদ্দেশ্য চাপা পড়ে যাচ্ছে।

নতুন শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার না করে গঠনমূলক আলোচনা করার আহ্বান জানান ডা. দীপু মনি।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু প্রমুখ।

Print Friendly and PDF