প্রকাশ: ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:০১ : অপরাহ্ণ
সাপ্তাহিক ছুটির দিন আজ (শনিবার) সকাল থেকেই জমে উঠেছে অমর একুশে বইমেলা। সকালটা শিশু প্রহর হওয়ায় শিশু কিশোরদের উপস্থিতিই ছিলো বেশি। বাবা মায়ের হাত ধরে মেলায় এসে ভিড় জমায় ক্ষুদে পাঠকরা। পছন্দের বইয়ের সাথে সিসিমপুরের ইশরি, হালুমদের পরিবেশনায় প্রাণবন্ত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ।
দুয়ার খুলেছে অমর একুশে বইমেলার। তাই যেন ঘরে বসে থাকার ইচ্ছে নেই। সকাল হতেই বাবা মায়ের হাত ধরে বইমেলার শিশু প্রহরে এসে হাজির ক্ষুদে পাঠকের দল।
বুঝুক আর না বুঝুক অনেক বই কিনতে হবে। তাই তো ভিড়ের মধ্যেও নিজের পছন্দের বইয়ের খোঁজ চলে। কারো রূপকথার বই পছন্দ আবার কারো ভূতের। কেউ আবার খুঁজে সাইন্সফিকশন।
শিশু প্রহরের বড় আকর্ষণ ছিল সিসিমপুরের আয়োজন। শিশুরা এসে ভিড় জমায় এখানে। ইশরি-হালুমকে পেয়ে মেতে উঠে আনন্দে।
বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই সন্তানদের মেলায় নিয়ে এসেছে অভিভাবকরা। প্রথম সপ্তাহ হলেও মেলায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান বিক্রেতারা।
আগামীর দিনগুলো আরো জমজমাট হবে সেই প্রত্যাশাও জানান মেলায় আসা ক্রেতা-বিক্রেতারা।