চট্টগ্রাম, রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বিএনপি যখনই কর্মসূচি দিবে, রাজপথে থাকবে যুবলীগ’

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৩৫ : অপরাহ্ণ

বিএনপি আন্দোলনের নামে জনগণের নিরাপত্তার ব্যাঘাত সৃষ্টি করলে যুবলীগ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বিএনপি যখনই কর্মসূচি দিবে, তখনই মানুষের জনমালের নিরাপত্তায় রাজপথে যুবলীগ থাকবে বলেও জানান তিনি।

আজ শনিবার দুপুরে ফার্মগেট এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে এসব কথা বলেন শেখ ফজলে শামস পরশ।

তিনি আরও বলেন, শেখ হাসিনা যখন দেশে উন্নয়ন ও সকল মানুষের অধিকার নিশ্চিত করছে, তখন বিএনপি মিথ্যা ও প্রোপাগান্ডার রাজনীতিতে লিপ্ত হয়েছে।

অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তারা একটি নিকৃষ্ট ও মানবাধিকার হরণকারী সংগঠন।

শান্তি সমাবেশে বিভিন্ন ওয়ার্ড উত্তর যুবলীগের প্রায় হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Print Friendly and PDF